গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫
গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাজী ও শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহত আট জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পারকুশলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার পারকুশলী গ্রামের শিপন শেখ সম্প্রতি একই গ্রামের রফিক গাজীর কাছ থেকে পাঁচ কাঠা জমি কিনেন। এতে রফিকের চাচাতো ভাই বোরহান গাজী ক্ষিপ্ত হয়। এই ঘটনার জের ধরে গতকাল বোরহান গাজীর ছেলে রানা গাজী রফিক গাজীর ছেলেকে মারধর করে। বোরহান ওই জায়গায় কারখানা করার জন্য এওয়াজ বদলে জমি দেওয়ার কথা শিপন শেখকে চাপ দেয়। কিন্তু রেজিস্ট্রি না করেই সেখানে দখলে গিয়ে কারখানা করার উদ্যোগ নেয় বোরহান গাজী।
ওসি আরও বলেন, কারখানার ভিত্তিস্থাপনের জন্য বিভিন্ন লোককে দাওয়াত দিতে গেলে এ নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ঢাল-সুড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন শিপন শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত আটজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।