গোপালগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে বিউটি পার্লারের প্রশিক্ষণার্থী খুন
গোপালগঞ্জের মুকসুদপুরে বখাটে স্বামীর ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার প্রশিক্ষণার্থী খুন হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বিউটি পার্লার প্রশিক্ষণার্থী মনিরা পারভীন মুন্নী মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের মৃত লোকমান হোসেন দরানীর মেয়ে। তিনি উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের প্রশিক্ষণার্থী ছিলেন।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেবার জন্য টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে গেলে বিউটি পার্লার প্রশিক্ষণার্থী মনিরা পারভীন মুন্নীকে বখাটে স্বামী মাহাবুবুল আলম সাগর ছুরি দিয়ে পেটসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে রাস্তার ওপর ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসতাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের মালিক সংগীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী এক মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছে। আজ বুধবার সকালে আসার পরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেওয়ার জন্য বাইরে বের হয়। বের হওয়ার পরে কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করেছে।
নিহত মুন্নীর ভাই মো. বজলুল করিম দরানী জানান, নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকার চিটাগাং রোডের শুরমা ট্রান্সপোর্ট এর মালিক মাহবুবুল আলম সাগরের সাথে আমার বোন মুন্নীর দেড় বছর আগে বিয়ে হয়। কিন্তু সাগর একজন মাদকসেবী লম্পট প্রকৃতির হওয়ায় সম্প্রতি বোন সাগরের সংসার করবে না বলে তাদের স্বজনদের জানিয়ে দেন। কিন্তু তারপরেও কয়েক দফা আত্মীয়-স্বজন পাঠিয়ে আমার বোনকে নেওয়ার চেষ্টা করে মাদকসেবী সাগর। সর্বশেষ আমার বোন মুন্নী তার স্বামী সাগরকে তালাক দেবে বলে জানালে সাগর আরও ক্ষিপ্ত হয়। এ ঘটনার পর সাগর আমার বোনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমি সাগরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।