বাংলাদেশে মার্কিন ভিসা নীতি প্রয়োগের নতুন কোনো তথ্য নেই : বেদান্ত প্যাটেল
বাংলাদেশে মার্কিন ভিসা নীতি প্রয়োগের হালনাগাদ কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার (৫ ফেব্রুয়ারি) এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের ৩-সি ভিসা বিধিনিষেধ নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, তার কাছে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে পেটেল বলেন, যুক্তরাষ্ট্র এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশে শ্রম আইনের অপব্যহার করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
২০২৩ সালের ২২ সেপ্টেম্বর মার্কিনর পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তে দায়ী বা জড়িত বলে প্রমাণিত হলে তারাও ভবিষ্যতে এই নীতির আওতায় মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশে র্যাব এবং এর সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পরে ২০২৩ সালের ২৭ মে বাংলাদেশকে উদ্দেশ্য করে ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।