পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিল
বাংলাদেশে দুদিনের সফর বাতিল করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। আগামী ২৭ ও ২৮ এপ্রিল তার দুদিনের বাংলাদেশ সফরের কথা ছিল।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন অফিস থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান হাইকমিশনার অফিসের প্রেস মিনিস্টার ফসিহ উদ্দিন ক্ষুদে বার্তায় জানান, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই সফর বাতিল করা হয়েছে। ‘বর্তমান পরিস্থিতির কারণে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলেও জানায় পাকিস্তান হাইকমিশনার।