স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং ৬টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টা ৩৮ মিনিটে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারপারসন।