মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
রাজধানীর রমনা থানাধীন এলাকা থেকে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ দায়রা জজ-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ওয়াহিদুজ্জামান মেহেদী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আশরাফুজ্জামান সাগর। আসামিদের মধ্যে জাহাঙ্গীর, ওয়াহিদুজ্জামান ও রফিকুল আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
অপর আসামি আশরাফুজ্জামানের পক্ষে অসুস্থতার কথা জানিয়ে সময় আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
নথি থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৫ আগস্ট ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে যশোর সীমান্ত এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে আসছে। আব্দুল্লাহপুর এলাকা থেকে গাড়ি দুটি অনুসরণ করে ডিবি পুলিশ। পরে রমনা মডেল থানাধীন মগবাজার মোড়ে গাড়ি দুটি তল্লাশি করে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ দক্ষিণের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের এসআই মোহাম্মদ নাজমুল হক বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষেপুলিশ পরিদর্শক আবু আনছার ওই বছরের ১৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ করেন।