বিএনপিনেতা আবু সাঈদ চান শেরপুর কারাগারে
শেরপুরে রাষ্ট্রদ্রোহিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে শেরপুর জিআর আমলি আদালতে হাজির করা হয়।
এরপর শুনানি শেষে আজ বিকেলে আবু সাঈদ চানকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলাটি করেছিলেন বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।
আদালত পুলিশ পরিদর্শক খন্দকার শহিদুল হক জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি আবু সাঈদ চানকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। সে অনুযায়ী তাঁকে আজ সোমবার আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২৩ সালে ১৯ মে রাজশাহীর পুঠিয়া এলাকায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে এক বক্তব্যে উল্লেখ করেন আবু সাঈদ চান। সেই বক্তব্যকে কেন্দ্র দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা করেন। তারমধ্যে শেরপুরের বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুও গত বছর ২৩ মে জেলা আদালতে মামলা করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধেও জেলা আদালতে মামলা করেছেন।