নরসিংদী কারাগারে কয়েদির মৃত্যু

নরসিংদীর কারাগারে রোকন মিয়া (৩২) নামের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। নিহত রোকন মিয়া সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, নিরাপত্তাসেলে কয়েদির মৃত্যু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার। পরিবারের অভিযোগ, রোকন অসুন্থ হওয়ার পর তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি অসুস্থ হওয়ার বিষয়ে পরিবারের কাউকে জানানো হয়নি। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।
নিহতের ভাই তানভির ভূইয়া বলেন, আমার ভাইয়ের শারীরিক কোনো সমস্যা ছিল না। ভাই অসুস্থ সেটা জেলা কারাগারের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। আজ বুধবার সকাল ১০টায় আমরা তার মৃত্যুর খবর জানতে পাই।
তানভির ভূইয়া বলেন, ভাই অসুস্থ বিষয়টি আমরা জানতে পাড়লে আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করতাম। কিন্তু কারাগার থেকে আমাদের জানানো হয়নি। তাই আমাদের ধারণা, আমার ভাইয়ের চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল। তারা সঠিক চিকিৎসা দেয়নি। তাই তার মৃত্যু হয়েছে।
নরসিংদী কারাগারের জেল সুপার মো. শামীম জানান, মাদক মামলার আসামি হিসেবে রোকন মিয়া নরসিংদী কারাগারে ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে কয়েদি রোকন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী জেলা ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মো. শামীম আরও জানান, তিনি শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন। তাকে বাঁচানোর জন্য কারা কর্তৃপক্ষ থেকে সব রকমের চেষ্টা চালানো হয়েছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার চিকিৎসা ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের কোনো প্রকার গাফিলতি নেই। আজ বুধবার নিহত রোকনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এন মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ৮টার দিকে কারাগার থেকে হাসপাতালের জরুরি বিভাগে এক বন্দিকে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।