ফুডল্যান্ড বেকারিকে তিন লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফুডল্যান্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাইনবোর্ড এলাকায় অবস্থিত ফুডল্যান্ড বেকারির কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত সিদ্দিক ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহারেরর নেতৃত্বে অভিযান চালানো হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত সিদ্দিক জানান, ফুডল্যান্ড কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তাদের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হয়। খাদ্যের মোড়কে অগ্রিম তারিখ দিয়ে প্যাকেজিং করা, অপরিষ্কার ফ্রিজের মধ্যে তেলাপোকার বাসা পাওয়া গেছে, মিষ্টি, রসমালাই, দই খোলা এবং নিচে ফেলে রাখা হয়েছিল। বেশিরভাগ ফ্রিজ নষ্ট হয়ে পানি জমে আছে, কেক তৈরির চকলেট বার, পনির, সাবুদানা এবং কাজুবাদামসহ অনেক কিছু নষ্ট পাওয়া গেছে।
ইসরাত সিদ্দিক আরও জানান, এসব ত্রুটির কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে ফুডল্যান্ড বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নসহ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা করার জন্য। না হলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের পর মেয়াদ উত্তীর্ণ, পচা ও বাসী খাদ্য পণ্য নষ্ট করা হয়।