র্যাব-১৪ অধিনায়কসহ দুই কর্মকর্তার বিপিএম পদক লাভ
ময়মনসিংহের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১৪ অধিনায়কসহ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন। অসীম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পদক পেয়েছেন র্যাব ১৪-এর অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি দ্বিতীয় বারের মতো এই বিপিএম সেবা পদক পান।
অন্যদিকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএমপদক পেয়েছেন র্যা ব ১৪-এর অপারেশন্স অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) র্যা ব ১৪-এর এই দুই চৌকস কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই পদক পরিয়ে দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
পুলিশে সর্বোচ্চ স্বীকৃতি ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম), এর পরই ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম)। প্রতি বছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন। যাঁরা এই পদকে ভূষিত হন তাঁদের নামের শেষে বিপিএম/পিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়।