বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা মহানগর দায়রা জজের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকার নবনিযুক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।
এ সময় মহানগর দায়রা জজ আদালতের সব বিচারকরা উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণের পর বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের নিহত সব সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনকে বিচারক হিসেবে নিয়োগ দেয় সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়। মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৮তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়ারিতে প্রবেশ করেন। এর আগে তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগ দেন তিনি।