আমাদের চিকিৎসার মান কোনো দেশ থেকে খারাপ না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের দেশের চিকিৎসক ও চিকিৎসার মান বিশ্বের অন্য কোনো দেশ থেকেই খারাপ না। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিকিৎসকদের কর্মক্ষেত্রে অসুবিধা থাকলে তা ওপরের কর্মকর্তাকে জানাতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদেরকে কর্মক্ষেত্রে তাদের অসুবিধার কথাগুলো বলতে হবে। আপনাদেরকেও নিজের কাজের জন্য এভাবে আন্তরিক হতে হবে, মনে দরদ দিয়ে রোগীর সেবা করতে হবে।’
চিকিৎসক শিক্ষকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোয়ালিটি ডাক্তার সংখ্যায় কম বের হলেও সমস্যা নেই, আপনারা কোয়ান্টিটি দেখবেন না, দেখবেন কোয়ালিটির দিকে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, সিলেট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এনায়েত হোসেন, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।