চট্টগ্রামে নালায় কাজ করার সময় বিস্ফোরণে দগ্ধ ৪
চট্টগ্রামে নালায় কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ডবলমুরিং থানার আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা নালা সংস্কার করছিলেন। দগ্ধরা শ্রমিকরা হলেন ফাহাদ, জহির, মাসুম ও নয়ন। এসব শ্রমিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে নালায় কাজ করছিলেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।