মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পরিত্যক্ত কোল্ড স্টোরেজে আগুন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পরিত্যক্ত একটি কোল্ড স্টোরেজের আলু সংরক্ষণের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকার পরিত্যক্ত চাঁন কোল্ড স্টোরেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ১০টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকার পরিত্যক্ত চাঁন কোল্ড স্টোরেজের আলু সংরক্ষণের ভবনে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফারার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। তারা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও একটি ইউনিট।
ফায়ার সার্ভিস আরও জানায়, তীব্র ধোঁয়ার কারণে ভবনের ভিতরে প্রবেশ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এ কারণে মেশিনের মাধ্যমে ভবনের কয়েকটি অংশের প্রাচীর কেটে ধোঁয়া বের করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে আধুনিক বিভিন্ন উপকরণ নিয়ে ভিতরে প্রবেশ করে প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন সার্ভিস কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, কোল্ড স্টোরেজটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে আলু সংরক্ষণের ভবনটি পরিত্যক্ত ছিল। তিনতলা বিশিষ্ট ভবনটিতে আগুন লেগে আলু সংরক্ষণের জন্য কাঠের তৈরি পাটাতনের অংশ পুড়ে তীব্র ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। এতে আগুন নির্বাপণের কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শফিকুল ইসলাম আরও জানান, হিমাগারের যন্ত্রাংশ বের করার জন্য শনিবার গ্রান্ডিং মেশিন ব্যবহার করে রড কাটা হয় ভবনের ভিতরে। গ্রান্ডিং মেশিনের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।