কুষ্টিয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে আমিরুল ইসলাম নান্নু (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৩ মার্চ) রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আমিরুল ইসলাম উত্তর চাঁদপুর এলাকার মৃত জলিল শেখের ছেলে। তিনি এলাকার জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করতেন। এই হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার থেকে মোটরসাইকেল দিয়ে একাই উত্তর চাঁদপুর এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন আমিরুল ইসলাম। পথিমধ্যে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে আমিরুলের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি কলাবাগানে তার ক্ষত বিক্ষত মরদেহ পাওয়া যায়।
সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, ‘নিহত আমিরুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন। তখন থেকেই স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ গ্রুপের লোকজনের সঙ্গে আমিরুলের বিরোধ চলে আসছে। নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। নির্বাচনের পর থেকে বর্তমান এমপির সমর্থকরা আমার সমর্থকদের ওপর অত্যাচার চালিয়ে আসছে। আমি ঢাকায় আছি। নিহতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, বর্তমান সংসদ সদস্যর সমর্থকেরা হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে আমিরুল ইসলাম নান্নু নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।’