গাইবান্ধায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
গাইবান্ধায় দেশি শ্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের আসাদুজ্জামান হিরু, মোজাম্মেল হক ও খোকা মিয়া।
এসপি কামাল হোসেন বলেন, ‘গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া সরকারপাড়ার বাসিন্দা আসাদুজ্জামান হিরু মিয়া তার লোকজন নিয়ে বিভিন্ন স্থানে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গাইবান্ধার গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামান হিরু মিয়ার বাড়িতে অভিযান চালায়। তার স্বীকারোক্তি অনুযায়ী এলাকার একটি নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো শ্যুটারগানসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে হিরু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী মোজাম্মেল হক ও খোকা মিয়াকে গ্র্রেপ্তার করা হয়।’
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।