সাভারে দুই শিক্ষার্থীকে কুপিয়ে আহত, গ্রেপ্তার ৪
সাভারে দৈনিক যুগান্তরের সাংবাদিক মতিউর রহমানের ছেলেসহ দুজনকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আনোয়ার হোসেন ওরফে সোহান খান, মো. লতিফ, ছাদিক হাসান মুনতাসির ও সিরাজুল ইসলাম। আজ সোমবার (১৮ মার্চ) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, গ্রেপ্তারদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে দুপুরে চিকিৎসাধীন দৈনিক যুগান্তরের সাংবাদিক মতিউর রহমানের ছেলে জিসান প্রামানিক ও সিয়াম রাজাকে দেখতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গতকাল রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় দুর্বৃত্তরা উপর্যুপরি আঘাত করে বিপিএটিসি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী জিসান প্রামানিক ও সিয়াম রাজাকে। এ ঘটনায় যুগান্তরের সাংবাদিক মতিউর রহমান বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেন।