চামড়াশিল্প নগরীতে শ্রমিকদের কর্মবিরতি

বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। ছবি: এনটিভি
সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন চামড়াশিল্প নগরীর বিভিন্ন ট্যানারির শ্রমিকেরা। আজ শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকেরা বলেন, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনো বাস্তবায়ন করেননি মালিকরা। নানা বাহানায় মালিকপক্ষ শুধু সময়ক্ষেপণ করছেন। তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
কর্মবিরতি চলায় সকাল থেকে চামড়া শিল্প নগরীর কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।
দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনে থাকা শ্রমিকরা।