ডেঙ্গু প্রতিরোধ সরকারের একার পক্ষে সম্ভব নয় : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘মশক নিধন করে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত চেষ্টা চালাতে হবে। ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়।’
আজ মঙ্গলবার (১৯ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সমন্বিত চেষ্টা করেই আমরা করোনা মোকাবিলা করে সফল হয়েছি। আমরা ডেঙ্গু মোকাবিলায়ও সফল হবো।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করার আগেই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। আমরা উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল প্রস্তুত রেখেছি। মশক নিধন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। আমরা এজন্য দুই সিটি মেয়রকে সঙ্গে নিয়েছি।’
মশক নিধনে ঢাকার মেয়রদের দায়িত্বে অবহেলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি মেয়ররাই ভালো বলতে পারবেন।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে মশা মারার ওষুধ দেওয়ার বিষয়ে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলে তিনি ‘জরুরি কাজ আছে’ বলে আসন ছেড়ে চলে যান।