কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. জুয়েল মোল্লা (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল রোববার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে তার এক আত্মীয়র কাছ থেকে জানতে পারি, ওই ব্যক্তি কাপড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসায় মন্দ হওয়ার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।
এসআই আরও বলেন, ‘তিনি ওই বাসায় একাই থাকতেন। রাতে তার কক্ষে চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পাশের লোকজন দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুয়েলের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেরার গহরদী গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন।’