কালোবাজারিরা রেলকে ধ্বংস করতে চায় : রেলপথমন্ত্রী
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকীম বলেছেন, কালোবাজারিরা রেলকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায় এবং অন্য কারও সহযোগিতা নিয়ে রেলকে ক্ষতি করতে চায়।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথমন্ত্রী।
জিল্লুল হাকীম আরও বলেন, রেলের টিকিট কালোবাজারিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে ওই সিন্ডিকেটের বেশ কয়েকজনকে ধরা হয়েছে। ঈদযাত্রা ভালোভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি চলছে।
এ সময় কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কাটার জন্য দেশবাসির কাছে অনুরোধ করেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকীম।
এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। পরে সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।