দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে : আমিনুল হক
দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, সামনে ঈদ। মানুষের মনে কোন আনন্দ নেই। সরকারদলীয় লোকদের সিন্ডিকেটের কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বেড়েছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষ তার অল্প আয়ে বেশি দামে পণ্য ক্রয় করছে। এতে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। দেশের মানুষ তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে।
আজ বুধবার (২৭ মার্চ) হাতিরঝিল থানাধীন ২২, ৩৫, ৩৬ নং ওয়ার্ড এবং শিল্পাঞ্চল থানাধীন ২৫ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আজও আমাদের বাক-স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। দেশ চরম অর্থনৈতিক সংকটে রয়েছে।
অন্যদিকে পান্থপথ সামুরাই কনভেনশন সেন্টারে ২৪ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির নেতারা। বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিরা এতে সভাপতিত্ব করেন।
এসব কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর বিএনপির সদস্য তুহিরুল ইসলাম তুহিন, হাজী মো. ইউসুফ, এল রহমান, মো. শাহ আলম, আহসানউল্লাহ চৌধুরী হাসান, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক, মোজাম্মেল হোসেন সেলিমসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।