রাজধানীতে হাসপাতালের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর পান্থপথ এলাকায় বিএসিসি উইমেনস অ্যান্ড চিলড্রেন হাসপাতালের অষ্টম তলার ছাদ থেকে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রোজা মনি। গতকাল শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আজ শনিবার শিশু রোজা মনির মা হাসিনা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি ওই হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন।
হাসিনা বেগম বলেন, শুক্রবার বিকেলে অষ্টম তলা থেকে রোজা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক রোজা মনিকে মৃত ঘোষণা করেন।
হাসিনা বেগমে আরও বলেন, তারা কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় থাকেন। হাসপাতালের কাজে ব্যস্ত থাকায় মেয়ের খেয়াল রাখতে পারেননি। এর মধ্যে কখন রোজা মনি ছাদে চলে গেছে তিনি টের পাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে।