আওয়ামী লীগ ক্ষমতা দখল করলেও জনগণের সমর্থন পায়নি : ইসরাক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/02/ishrak.jpg)
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ মঙ্গলবার ৪৫ নং ওয়ার্ড গেন্ডারিয়া থানা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন। ছবি : বিএনপির মিডিয়া সেল
আওয়ামী লীগ ক্ষমতা ঠিকই দখল করেছে, কিন্তু জনগণের সমর্থন পায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, বিএনপি সবসময় ভোটের রাজনীতি করেছে। আমরা ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের সমর্থন পেয়েছি।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় ৪৫ নং ওয়ার্ড গেন্ডারিয়া থানা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ইশরাক হোসেন বলেন, আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইশরাক হোসেন বলেন, এই বয়স এবং অসুস্থতা নিয়ে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। আগামীতে তার নেতৃত্বেই এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।