মাওলানা আবু ইউসুফের আত্মার মাগফিরাত কামনায় এনটিভিতে দোয়া মাহফিল
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজিত পিএইচপি কুরআনের আলো অনুষ্ঠানের বিচারক ও কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বুধবার (৩ এপ্রিল) বাদ আসর এনটিভি কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কুরআনের আলো ফাউন্ডেশনের সেক্রেটারি মুফতি মো. মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুরআনের আলো ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ক্বারী মো. জহিরুল ইসলাম, পরিচালক সাইফুল্লাহ সাইফ, মুফতি সাইফুল ইসলাম, শায়েখ ক্বারী আব্দুল্লাহ, মাওলানা আবু ইউসুফের ভাই, দুই সন্তানসহ এনটিভির সব বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও মাওলানা আবু ইউসুফের শুভাকাঙ্ক্ষীরা।
এর আগে গত ২৩ মার্চ সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে ভুগছিলেন। ভারতের দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এই ইসলামী চিন্তাবিদ।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। তিনি বিএসটিআই জামে মসজিদের খতিব ছিলেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন এই গুণি।