মালয়েশিয়ায় দুর্ঘটনায় দুই সহোদরসহ চার বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের সবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ উপজেলায়। গতকাল বুধবার (১০ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টায় ক্যামেরুন থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের করিম সর্দারের দুই ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও হাফেজ মো. হুমায়ুন উরফে সোহেল (২৭) এবং একই এলাকার মো. শাহাবুদ্দিন মিয়ার ছেলে মো. সোহেল (২৫), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী (৪০)। তাঁদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তাদের পরিবার জানায়, ঈদের নামাজ শেষে গাড়ি নিয়ে ক্যামেরুন থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে তাদের গাড়ির চাকা ফেটে যায়। এ সময় তাদের গাড়ি ধীরগতিতে চলতে থাকলে পেছনে থাকা আরেকটি মালবাহী গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। গাড়িতে থাকা আহত আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছে।
হরষপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মো. আব্দুল্লাহ, হাফেজ মো. হুমায়ুন ও মো. সোহেল আমার ভাতিজা এবং আশকর আলী আমার গ্রামে বিয়ে করে এখানেই বাড়ি করে থাকেন। সরকারের কাছে আবেদন, তাদের পরিবার যেন দ্রুত মরদেহগুলা আনতে পারে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, বিষয়টি তিনি স্থানীয়ভাবে জানতে পেরেছেন।