সদরঘাটে দুর্ঘটনা : দুটি লঞ্চের রুট পারমিট স্থগিত
রাজধানীর সদরঘাটে তিন লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় এমভি ফারহান-৬ ও এমভি তাসরীফ-৪ লঞ্চ দুটির রুট পারমিট ও সময়সূচি স্থগিত করা হয়েছে। এ ঘটনায় এমভি ফারহানের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরীফের দুই চালকসহ মোট পাঁচ জনকে আটক করেছে নৌ পুলিশ। নৌপরিবহণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌ পুলিশের পুলিশ সুপার কাজী নুশরাত এদীব লুনা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় এখনও মামলা করা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে। এরপর আটকদের গ্রেপ্তার দেখিয়ে নাম প্রকাশ করা হবে।’
এ ছাড়া বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রত্যেক নিহতের জন্য পরিবারের কাছে দাফন বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় সদরঘাটে তিন লঞ্চের ধাক্কাধাক্কিতে পন্টুন থেকে লঞ্চের দড়ি ছিঁড়ে সেটির আঘাতে পাঁচজনের মৃত্যু হয়। তাদের মধ্যে এক শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।