রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গায় লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/23/fire-service_web_0.jpg)
ফায়ার সার্ভিসের ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
রাজধানীর শ্যামবাজার লঞ্চ ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চের তৃতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুর ১২টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দুপুর ১টা ৫মিনিটে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি বাড়ানো হয়। পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।’
লিমা খানম জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি।