সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি ভয়ঙ্কর : পররাষ্ট্রমন্ত্রী
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়স্কর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঈদ আনন্দ ও চাটগাইয়া উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যেকোনো সময় তাঁদের ফিরিয়ে আনা হবে। তবে কৌশলগত কারণে দিনক্ষণ এখনই প্রকাশ করা হচ্ছে না। ।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সোমালিয়ার জলদস্যুরা আমাদের নাবিকদের ওপর কোনো নির্যাতন করেনি। তারা মানুষ পুড়িয়ে হত্যা করেনি। কিন্তু বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে আমীর খসরু মাহামুদের নেতৃত্বে। বিএনপি অনেক সময় সোমালিয়ার জলদস্যুদের চেয়েও অনেক বেশি ভয়স্কর।