শিশু ইউসুফকে বাঁচাতে প্রয়োজন ৩৫ লাখ টাকা
শিশু ইউসুফ আলীর বয়স পাঁচ বছর। জন্মের এক বছর পর হঠাৎ করে ইউসুফের পেট ফুলতে থাকে। দিন যত যাচ্ছিলো শিশু ইউসুফ এর অবস্থা আরও খারাপ হচ্ছিল। একদিন অন্যের মোবাইল ফোনে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাস্তায় অসহায় এক পাগল পড়ে ছিলো। শরীর পোকায় খেয়েছে, চোঁখ নাই, তার চিকিৎসা হয়েছে, সুস্থ হয়েছে।
সেখানে দেওয়া বিকাশ নম্বরে ফোন দিয়েছেন কয়েকদিন আগে। ইউসুফের অসুস্থতার কথা জানালে ঢাকার স্কয়ার হাসপাতালে কর্মরত মো. শাকিল হোসাইন নামে একজন ঈদের কয়েক দিন ইউসুফদের বাড়িতে যান।
শাকিল ইউসুফের অসুস্থতার কথা জানিয়ে একটা ভিডিও ফেসবুকে আপলোড দেন। এর দুদিন পরই ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন। প্রথমে অবস্থায় ঢাকা বি আর বি হাসপাতাল নিয়ে গেলে সেখান ডাক্তাররা ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যেতে বলে। সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা ইউসুফের হয়তো টিবি কিংবা লিভারে সমস্যা হয়েছে বলে জানান। তারা শ্যামলী শিশু হাসপাতালে ভর্তির জন্য রেফার করেন। এরপর শাকিল ইউসুফকে শিশু হাসপাতালে ভর্তি করান।
সেখানে টেস্টের রিপোর্ট অনুযায়ী, ইউসুফের লিভার ড্যামেজ হয়ে গেছে বলে জানা যায়। এ রোগের ভালো চিকিৎসা বাংলাদেশে নাই। তাই তারা ইউসুফকে ভারতে নিয়ে যাওয়ার কথা বলেন। এখন ইউসুফের চিকিৎসার জন্য প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা দরকার। যা ইউসুফের দিনমজুর বাবার পক্ষে বহন করা সম্ভব নয়।
এমন অবস্থায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার শরিফ সলঙ্গা গ্রামের ইউসুফের মা-বাবা এবং শাকিল সমাজের বিত্তবানসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
ইউসুফকে সাহায্য করতে বিকাশ ও নগদ একাউন্ট 01851082725/ 01725-485632 (ইউসুফের বাবা)।
Islami bank Ac.
MD.ASADUZZAMAN SHAKIL
2050 290 02 01331209
Branch Name.Panthapath, Dhaka
Routing No.125263614