রাজধানীর তাপমাত্রা ২৪ ঘণ্টায় বাড়ল প্রায় দুই ডিগ্রি
২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার (২৮ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবারও তাপমাত্রা একই রকম থাকতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।