চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩টায় জেলা আবহাওয়া অফিস ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।
তাই জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। এপ্রিল মাসজুড়ে চলমান তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে জেলার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন পর গতকাল রোববার স্কুল-কলেজ ও মাদ্রাসা খুললেও সরকারি সিদ্ধান্তের কারণে আজও একদিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে, মর্নিং স্কুল হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো চালু রয়েছে।
চলমান তীব্র তাপপ্রবাহে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে।
চলমান তাপ প্রবাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে ৩৫৬ জন রোগী ভর্তি রয়েছে। বিশেষ করে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. উম্মে ফারহানা লোকবলের সমস্যা কথা জানিয়েছেন।
২০১৪ সালে ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।