চলতি মাসে শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের
অগ্রহায়নের দিন যত যাচ্ছে, ততই ম্লান হচ্ছে রোদের প্রখরতা ও সূর্যের উত্তাপ। সারা দেশে তাপমাত্রা কমছে, উত্তরের কয়েক জেলায় জেঁকে বসতে শুরু করেছে শীত। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে কয়েক জেলায় শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাত যত গভীর হয়, ততই কুয়াশাচ্ছন্ন হয় প্রকৃতি, এর রেশ থেকে যাচ্ছে সকালেও। বিস্তারিত দেখুন ভিডিওতে।