গোপালগঞ্জে চুরি করার সময় গৃহকর্তাকে হত্যা, গ্রেপ্তার যুবক
গোপালগঞ্জের কোটালীপাড়ার জাঠিয়া গ্রামের একটি বসতঘরে চুরি করার সময় গৃহকর্তা অশোক মণ্ডলকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় আসামি রুবেল শেখকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১ মে) সকালে কোটালীপাড়ার লোহারংক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেলের বাড়ি একই উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামে। রুবেল আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, গত ২২ এপ্রিল রাতে রুবেল চুরি করতে কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামের গৃহকর্তা অশোক মণ্ডলের ঘরের জানালার রড ভেঙে ভেতরে ঢুকে। এ সময় গৃহকর্তা অশোক মণ্ডল চোর রুবেল শেখকে দেখে ধরে ফেলে। একপর্যায়ে চোরের হাতে থাকা কাঁচি দিয়ে অশোক মণ্ডলের গলা কেটে হত্যা করে পালিয়ে যায় রুবেল। পরে নিহত অশোকের মা উর্মিলা মণ্ডল বাদী হয়ে কোটালীপাড়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।
ওসি আরও জানান, পুলিশ কোটালীপাড়া উপজেলার সাজ্জাদসহ বিভিন্ন চিহ্নিত চোরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সাজ্জাদসহ দুই চোর জানিয়েছে রুবেল শেখ চুরি করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরে পুলিশের অভিযানে প্রযুক্তির সহায়তায় আজ সকালে কোটালীপাড়ার লোহারাংক গ্রাম থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে রুবেল। আজ বিকেলে গোপালগঞ্জের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বাঁধনের আদালতে ঘটনার সঙ্গে একা জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রুবেল। পরে বিজ্ঞ বিচারক আসামি রুবেলকে জেল হাজতে পাঠিয়ে দেয়।