যাত্রাবাড়ীর আদিব ফ্যাক্টরিতে তিন সাংবাদিকের ওপর হামলা
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের পাশে অন্বেষা ফ্যাক্টরির গলিতে আবিদ লাইটিং ফ্যাক্টরিতে তিন সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। গতকাল সোমবার (৬ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
এতে আহত সাংবাদিকরা হলেন—জাগোনিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসাইন রাসেল, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্ট আহমেদ নাহিম।
আহত ইসমাইল হোসেন রাসেল বলেন, ‘আবিদ লাইটিং ফ্যাক্টরিতে রেজা খান নামে এক কর্মচারীরকে দুপুরের দিকে ফ্যাক্টরির লোকজন মারধর করার বিষয়টি জানতে ফ্যাক্টরির জিএম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং ৫০ থেকে ৬০ জন কর্মচারী ও বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালাযন। এতে আমরা তিনজন আহত হই। পরে বিষয়টি আমরা যাত্রাবাড়ী থানাকে অবগত করলে যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এসে বলেন, বিষয়টি এখনেই সমাধান করতে হবে। পরে বাধ্য হয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে সাংবাদিকরা বিষয়টি সমাধান হয়ে গেছে মর্মে স্বাক্ষর করতে বাধ্য হন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যাত্রাবাড়ী থেকে তিন সাংবাদিক আহত হয়ে এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে যাত্রাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’