দেশ ও মানুষের কল্যাণই পুলিশের প্রধান কাজ : আইজিপি
পুলিশ এখন স্মার্ট বাংলাদেশের উপযোগী। দেশ ও মানুষের কল্যাণই পুলিশের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়িতে নির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস দমন, নির্বাচনি দায়িত্ব পালনসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ পুলিশ দেশে-বিদেশে আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত। প্রযুক্তিগত সব রকম দক্ষতা ও জ্ঞান রয়েছে পুলিশের।
এর আগে আইজিপি শরের ওয়েজখালী এলাকায় পুলিশ অফিসার্স মেস ভবন ও পুলিশ লাইনসের পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব উদ্বোধন করেন।
বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সফল হয়েছে জানিয়ে পুলিশপ্রধান তাঁর বক্তব্যে আরও বলেন, পুলিশের জন্য খরচ কোনো ব্যয় নয়, এটা বিনিয়োগ। পুলিশের সব শ্রম, দক্ষতা, প্রশিক্ষণ মানুষের জন্য। পুলিশ দিনরাত মানুষের নিরাপত্তায় কাজ করছে। আমরা মানুষের কল্যাণে যথাযতভাবে কাজ করে আরও গর্বিত হতে চাই।
মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের কথা উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে পুলিশ মহান মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে। রাজারবাগ পুলিশ লাইনসে সে দিন থ্রি নট থ্রি রাইফেল নিয়ে পুলিশ প্রতিরোধ গড়ে তুলে। অনেক পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।
আইজপি আরও বলেন, থানার দ্বার সব সময় মানুষের জন্য খোলা। এ ছাড়া জাতীয় পরিষেবা ৯৯৯ আছে। এই নম্বরে যেকোনো নাগরিক কল করে সেবা পেতে পারেন।
সুনামগঞ্জের চোরাচালন প্রতিরোধ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজপি বলেন, পুলিশ যেকোনো আইনবিরোধী কাজ বন্ধে ব্যবস্থা নেবে, নিচ্ছে। পুলিশকে জানালে, অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এতে কারো কোনো দ্বিধা থাকলে, কোনো কাজে পুলিশের কারো অবহেলা থাকলে অথবা অন্যায় কোনো কাজে পুলিশের কেউ জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষ অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পুলিশপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান, জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ প্রমুখ।