উপজেলা যুবদলের সদস্য সচিবকে বিএনপির কারণ দর্শানোর নোটিশ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নোটিশে স্বাক্ষর করেছেন।
আজ সোমবার (২০) তথ্যটি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। আপনি দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আপনার এই মনোবৃত্তি দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। তাই দলের সিদ্ধান্ত অমান্য করে জালিয়াতির এই নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে পত্রপ্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এই বিষয়ে জানতে চাইলে আল মামুন চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি মিছিল নিয়ে ব্যস্ত আছি। এই বিষয়ে পরে কথা বলব।’
নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভৈরবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। সেই নির্বাচনে বর্তমান ভাইস-চেয়ারম্যান আল মামুন চেয়ারম্যান পদে লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। গত উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ওই নির্বাচনে বিজয়ী হন। এরপর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।