সেসব বলা যাবে না মিডিয়ার কাছে, বললেন পশ্চিমবঙ্গের সিআইডির প্রধান
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার বিষয়টি তদন্ত করছে পশ্চিমবঙ্গের সিআইডি। সিআইডির মহাপরিদর্শক (আইজি) অখিলেশ চতুর্বেদীর কাছে এ হত্যাকাণ্ড নিয়ে কিছু প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেসব বলা যাবে না মিডিয়ার কাছে।’
আজ বুধবার (২২ মে) সন্ধ্যায় অখিলেশ চতুর্বেদীর কাছে হত্যার বিষয়টি জানতে চাইলে মুঠোফোনে এ প্রতিবেদককে তিনি এ কথা বলেন।
আগে জানা গিয়েছিল, কলকাতা পুলিশ দু-একজনকে আটক করেছে। আসলে কাউকে আটক করা হয়েছে কিনা। যদি করা হয়, আপনাদের কাছে তাকে বা তাদের হস্তান্তর করা হয়েছে কিনা? আটক ব্যক্তি বা ব্যক্তিরা হত্যার ব্যাপারে কোনো তথ্য দিয়েছেন কিনা, এসব প্রশ্নের উত্তরে অখিলেশ চতুর্বেদী বলেন, সেসব বলা যাবে না মিডিয়ার কাছে।
কলকাতার নিউটাউনের বিলাসবহুল কনডোমিনিয়ামের একটি ফ্ল্যাটে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। বলা হচ্ছে, ওই ফ্ল্যাটে এমপি আনার গত ১৩ মে গিয়েছিলেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই ফ্ল্যাটে হত্যার কোনো আলামত পাওয়া গেছে কিনা, এমন প্রশ্নে অখিলেশ চতুর্বেদী বলেন, আমাদের ফরেনসিক টিম সেখানে গিয়েছিল। তারা পরীক্ষা-নিরীক্ষা করেছে। এ ব্যাপারে বলার মতো এখনও আমার কাছে কোনো তথ্য নেই।
আপনারা কাউকে আটক করেছেন কিনা, এমন প্রশ্নে পশ্চিমবঙ্গ সিআইডির প্রধান বলেন, আপাতত আমরা কাউকে আটক করিনি। আমরা তদন্ত শুরু করেছি।
কীভাবে ঘটনাটি ঘটল, তার কোনো কারণ জানা গেল কী, এমন প্রশ্নে অখিলেশ চতুর্বেদী বলেন, আমরা অনুসন্ধান শুরু করেছি। এখনই কোনো কারণ বলতে পারব না। পরবর্তীতে হয়তো কারণ জানাতে পারব।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার কিংবা খণ্ডিত অংশ উদ্ধার করা গেছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, তার মরদেহ উদ্ধার করা গেছে, এমন প্রমাণ এখন পর্যন্ত আমাদের কাছে নেই। বিষয়টি নিয়ে পুলিশের বিভিন্ন শাখা কাজ করছে।
এর আগে আজ বিকেলে কলকাতায় অখিলেশ চতুর্বেদী সাংবাদিকদের বলেন, পুলিশের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে, এমপি আনারকে হত্যা করা হতে পারে। বাংলাদেশের এমপির কলকাতা আসার খবর আমাদের কাছে ছিল না। কলকাতায় তার পূর্বপরিচিত গোপাল বিশ্বাস গত ১৮ মে নিখোঁজ ডায়েরি করার পরে আমরা বিষয়টি জানতে পারি।
অখিলেশ চতুর্বেদী বলেন, নিখোঁজ এমপিকে খুঁজতে ব্যারাকপুরের পুলিশ কমিশনার একটি বিশেষ তদন্ত দল গঠন করেন। পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করছে। ২০ মে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বার্তা পাই এবং আজ একটি তথ্য পেয়ে আমরা সন্দেহ করছি যে তাঁকে (এমপি আনার) খুন করা হয়েছে।'
এদিকে আজ বুধবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনা খুবই দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে ঢুকেছিল। কিন্তু লাশ সেখানে পায়নি।
হাছান মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের মূল হোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে, কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এমপি আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনের মোটিভ, কারা খুন করেছেন—এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে।