ঢাকায় মশা নিধনে খরচ শত কোটি টাকা, ফল মিলছে কতটুকু
মশার পেটেই যেন গেলে শত কোটি টাকা! ডেঙ্গুর একমাত্র কারণ যখন মশা, তখন সেই মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন শত কোটি টাকার কার্যক্রমে ফল মিলেছে কমই। মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়েও রয়েছে কীটতত্ত্ববিদসহ নাগরিকদের বিস্তর অভিযোগ। তবে দুই সিটি কতৃর্পক্ষ বলছে, মশক নিধনে তাদের বিভিন্ন কর্মসূচি চলছে। বিশেষজ্ঞরা বলেছেন, মশা নিধনে প্রযুক্তির ব্যবহার ও সঠিক সমন্বয় জরুরি। ডেঙ্গু নিয়ে এনটিভির ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব দেখুন ভিডিওতে।
এই মৌসুমে জানুয়ারি থেকেই রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে ডেঙ্গুর সংক্রমণ ও আক্রান্ত মানুষের মৃত্যু। এমন প্রেক্ষাপটে ঢাকার মশক নিধনে বিভিন্ন মহলের অভিযোগের আঙুল দুই সিটি করপোরেশনের দিকেই। ২০২৩-২৪ অর্থবছরে মশক নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৮৪ কোটি ৫০ টাকা বাজেট পায়।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মশা নিধন বাবদ অর্থ বরাদ্দ পায় ৪২ কোটি ২৫ লাখ টাকা। কার্যক্রমের আওতায় নতুন কীটনাশক প্রয়োগ করতে চায় উত্তর সিটি। আর দক্ষিণ সিটি মেয়র বলছেন, মশা নিধনে তাদের বেশকিছু কার্যক্রম চলমান।
বিশেষজ্ঞরা বলেছেন, নামমাত্র মশক নিধন নয়, নিতে হবে সমন্বিত কার্যকরী বিজ্ঞানভিত্তিক প্রয়োগ। জেলা উপজেলা পর্যায়েও এডিস মশার বিস্তার ঠেকাতে স্থানীয় প্রশাসনের সমন্বয় জরুরি বলেও মত দেন তারা।