গোপালগঞ্জে চালককে হত্যা করে রিকশা ছিনতাই
গোপালগঞ্জে সোহেল মোল্লা (৪৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ মে) সকালে শহরতলীর মানিকদাহ গ্রামের সড়কের পাশ থেকে ওই ব্যাটারিচালিত রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ভোররাতে দুর্বৃত্তরা সোহেলকে হত্যা করে তার রিকশা নিয়ে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সোহেল মোল্লা চর মানিকদাহ আদর্শ গ্রামের ময়েন উদ্দিন মোল্লার ছেলে। নিহত সোহেলের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নড়াইল জেলার নড়াগাতী থানার চর মধুপুর গ্রামে।
২০০৮ সালের চর মানিকদাহ আদর্শ গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন সোহেল মোল্লা।
পরিবারের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান জানান, রিকশাচালক সোহেল মোল্লা প্রতিদিনের মতো রাতে রিকশা চালানোর উদ্দেশে শনিবার (২৫ মে) আসরের নামাজের পর বাড়ি থেকে তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। রাত ১১টার দিকে সোহেল তার স্ত্রী রোশনা বেগমের সাথে মোবাইল ফোনে কথা বলেন। সকাল পৌনে ছয়টার দিকে মানিকদাহ গ্রামের রাজু বিশ্বাস মানিকদাহের কাচারিপাড়ার রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় সোহেলকে দেখতে পান। এরপর ছয়টার দিকে ঘটনাস্থলেই সোহেল মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে রাজু বিশ্বাস পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সোহেলের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের এসআই সামিউল ইসলাম বলেন, ভোররাতে দুর্বৃত্তরা সোহেলের মাথা, মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে তার রিকশাটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সকালে মরদেহটি উদ্ধার করা হয়।