জিয়াউর রহমানের মাজারে পেশাজীবীদের শ্রদ্ধা নিবেদন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পেশাজীবীরা রাজধানীর শেরে বাংলা নগরে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও মোনাজাত করেন।
আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে থেকেই বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ, সাংস্কৃতিক কর্মীরা শেরে বাংলা নগরে সমবেত হন। এরপর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরীর নেতৃত্বে পেশাজীবীরা মাজারে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন—অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, অধ্যাপক ড. লুৎফর রহমান, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. নুরুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডা. মেহেদী, ডা. শাকিল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী মাহবুবুল আলম, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, কৃষিবিদ অধ্যাপক ড. এস এম আমিনুজ্জামান, কৃষিবিদ অধ্যাপক ড. রাশেদুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নুর মহল আক্তার বানু, অধ্যাপক ড. নাজমুন নাহার তনু, অধ্যাপক ড. সারোয়ার হোসেন, ড. রুহুল আমিন, প্রকৌশলী জহির, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মোসলেম উদ্দিন, প্রকৌশলী মুহাম্মদ হানিফ, প্রকৌশলী ফখরুল আলম, বিপ্লবুজ্জামান বিপ্লব।
পরে জিয়াউর রহমান ফাউন্ডেশন, জিয়া পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল, কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশ্ন অব বাংলাদেশ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন মাজারে শ্রদ্ধা নিবেদন করে।
মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন তুলে ধরে ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, স্বাধীনতার অন্যতম মূলস্তম্ভ বহুদলীয় গণতন্ত্র জাতিকে উপহার দিয়ে জিয়া মুক্ত গণতান্ত্রিক চর্চার পথকে সুগম করেছিলেন। শাসক হিসেবে জিয়াউর রহমান এ কারণেই সবার থেকে আলাদা ছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে জিয়াউর রহমান দেশকে স্বনির্ভরতার পথে তুলে দিয়েছিলেন।