টিকিট না পাওয়ায় স্বপ্নভঙ্গ হাজারো মালয়েশিয়াগামী কর্মীর
ফ্লাইটের টিকিট না পাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন হাজারো মালয়েশিয়াগামী শ্রমিক। ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও টিকিট না পাওয়ায় মালয়েশিয়ায় যেতে পারছেন না বলে অভিযোগ তাদের। তিন থেকে চার দিন ধরে শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছেন বলেও জানান কেউ কেউ।
বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশে কুয়ালালামপুর নির্ধারিত শেষ সময় ছিল গতকাল শুক্রবার (৩১ মে)। কিন্তু টাকাপয়সা জমা দিয়েও নির্ধারিত সময়ে টিকিট পাননি মালয়েশিয়াগামী হাজারো বাংলাদেশি কর্মী।
ভাগ্য বদলের আশা নিয়ে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন নাটোরের মো. সাইফুল্লাহ। কাগজপত্র সব হাতে পেলেও বিমানের টিকিট না পাওয়ায় যেতে পারেননি তিনি। তিন দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি। তা-ও পাননি কোনো সমাধান।
সাইফুল্লাহর মতোই টিকিট না পাওয়ার হতাশা নিয়ে বিমানবন্দরে কয়েকদিন ধরে অবস্থান করছেন মালয়েশিয়াগামী অনেক যাত্রী। ভুক্তভোগী নাটোরের বাসিন্দা মো. সাইফুল্লাহ বলেন, ‘টিকিট না পেলে আমি এখান থেকে যাতে পারব না। ঋণ করে টাকা নিয়ে এসেছি। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।’
ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, দালালরা তাদেরকে বলেছে, বিমানবন্দরে আসতে এবং তারা টিকিট দেবে। কিন্তু বিমানবন্দরে আসার পর দালালদের দেখা পাননি তারা। তাদেরকে ফোন দিলেও তারা রিসিভ করেন না।
৩১ মে’র পর মালয়েশিয়ায় নতুন করে বিদেশি শ্রমিক প্রবেশ করতে পারবে না। কুয়ালালামপুর থেকে এমন নির্দেশনা জানার পর থেকেই টিকিট পাওয়ার চেষ্টা করে আসছেন শ্রমিকরা। উপায় না পেয়ে বেশি দামে দালালদের কাছ থেকে টিকিট কিনেছেন অনেকে। কিন্তু বিমানবন্দরে এসে জানতে পারেন, তাদের হাতে থাকা টিকিটটি ভুয়া। দালালদের বারবার ফোন দিলেও রিসিভ করছেন না তারা।
বিশেষ ফ্লাইট বাড়িয়ে তাদের সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানান মালয়েশিয়া গমনেচ্ছুক শ্রমিকরা।