ভূমিকম্পে ফের কাঁপল দেশ
আবারও ভূমিকম্পে কাঁপল দেশ। আজ রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে চার দশমিক আট মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে।
এর আগে, গত ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক চার। এ ছাড়া বাংলাদেশে চলতি বছর বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়।
ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আজ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক শহর থেকে ৯২ কিলোমিটার দূরে, যার অবস্থান ঢাকা থেকে ৪৪২ কিলোমিটার দূরে।
এই ভূমিকম্পে রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁপুনি অনুভূত হওয়ার তথ্য মিলেছে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।