চাঁদপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
চাঁদপুরে চিরকুট লিখে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (৪ জুন) শহরের ব্যাংক কলোনি আনোয়ার হোসেন জেটের বাড়িতে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম এ তথ্য নিশ্চিত করে জানান, আত্মহত্যা করা ব্যক্তির নাম মো. সালাউদ্দিন মিয়া (৪৫) । তিনি সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। পরিবারসহ আনোয়ার হোসেন জেটের বাড়িতে ভাড়া থাকতেন সালাউদ্দিন। একটি বেসরকারি কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন তিনি।
সালাউদ্দিন চিরকুটে আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেননি বলেও জানান এসআই আকরাম।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে বলেন, এসআই আকরাম।