চট্টগ্রামে আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ১৫
চট্টগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন। আজ শুক্রবার (৭ জুন) বিকেলে বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে আনোয়ারায় উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের আনন্দ মিছিল ও আলোচনা সভা ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ বিকেলে আনোয়ারার সেন্টার নামক এলাকায় একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী উপজেলার সাবেক ও বর্তমান আওয়ামী লীগের একটি অংশ। দুই পক্ষ একই স্থানে মিছিল নিয়ে এলে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থপ্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খানের নামে স্লোগান দিতে দেখা যায়। ফলে, দুই পক্ষের মধ্যে মুহূর্তেই সংঘর্ষ শুরু হলে গুরুতর আহত হন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও বরুমছড়ার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ প্রায় ১৫ জন।
অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ও বন্দর ফাঁড়ির আইসি মো. মিজানুর রহমান জানান, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে সেন্টারে আনন্দ মিছিল ও সভার আয়োজন করা হয়।
আনোয়ারা থানা পুলিশ ও বন্দর ফাঁড়ি পুলিশের একাধিক দল এলাকায় মোতায়েন রয়েছে। দুই গ্রুপের নেতাকর্মীদের ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি পালন নিয়েও আলোচনা সভা করার কথা ছিল সেন্টার এলাকায়।