আজ ঢাকার বাতাসের মান মধ্যম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/10/baataas_unb.jpg)
দীর্ঘ দিন ধরে বায়ু দূষণে ভুগছে মেগাসিটি ঢাকা। মাঝে মাঝে বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি হয়। তবে যানবাহনের ধোঁয়া, বালুকণা আর বৃষ্টিহীন আবহাওয়ার কারণে এর দূষণের মাত্রা বেড়েই চলে। আজ সোমবার (১০ জুন) সকাল থেকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কারণে ঢাকার বাতাসের স্বাস্থ্যঝুঁকি অনেকটা কমে এসেছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, সোমবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৮৮। যা দূষণের বিবেচনায় মাঝারি হিসেবে গণ্য। এ স্কোর নিয়ে ঢাকা রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৫তম স্থানে।
এদিকে সোমবার বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৫৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা একই স্কোর নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এবং কুয়েতের রাজধানী কুয়েত সিটি ১৪৪ স্কোর নিয়ে রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।