ক্যানসার আক্রান্ত জান্নাতের চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা
বাঁচতে চাওয়া দোষের কিছু? যদি না হয়, জান্নাতের বাঁচার অধিকার আছে। অর্থের জন্য একটি প্রাণ ঝরে যাবে, আমরা চোখের সামনে তা হতে দেব? ১৫ লাখ টাকা প্রয়োজন, একার পক্ষে অঙ্কটা বিশাল। সবাই মিলে এগিয়ে এলে জোগাড় করা অসম্ভব নয়।
হজকিন লিম্ফোমা নামক মরণব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত জান্নাত আক্তার নিশি। চিকিৎসকের সর্বশেষ বিবৃতি অনুযায়ী, কেমোথেরাপি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট বাবদ জান্নাতের চিকিৎসায় এখনও প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। ২৫ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। কিন্তু, বাকি টাকা না পেলে এই অর্থও হয়ে যাবে অর্থহীন।
২০১৩ সাল থেকে ক্যানসার আক্রান্ত জান্নাত চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের চেন্নাইয়ে সিএমসি ভেল্লোর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তবে, আর্থিক সংকটের কারণে চিকিৎসার মাঝপথেই তাকে দেশে ফিরতে হয়। চোখের সামনে গত চারমাস ধরে মৃত্যুকে এগিয়ে আসতে দেখছেন জান্নাত। পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যর্থ হয়ে দ্বারস্থ হয়েছে সমাজের। সবাই মিলে একটি প্রাণ বাঁচানোর আকুল আবেদন, নাড়া দেবে না আপনার হৃদয়ে?
আরও পড়ুন
ক্যানসার আক্রান্ত জান্নাতের চিকিৎসার জন্য প্রয়োজন ৪৩ লাখ টাকা
জান্নাত বাঁচতে চায়। তাকে নিয়ে তার পরিবার চায়, পৃথিবীটা এক টুকরো স্বর্গ হোক। আপনারা বরাবরই পাশে ছিলেন। নইলে এমন অনিশ্চিত পথে বহু আগেই থামত জান্নাতের লড়াই। জান্নাতের চিকিৎসা সম্পন্ন করতে অতীতের মতো এখনও আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় থাকবে বলে প্রত্যাশা তার পরিবারের। আপনাদের আর্থিক সাহায্য পেলে হয়তো ক্যানসার যুদ্ধে জিতে যাবে জান্নাত। আসলে জয়টা আপনাদেরই হবে।
আরও পড়ুন
একটি ভালোবাসা বেঁচে যেতে পারে আপনার সহযোগিতায়
জান্নাতকে সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ পারসোনাল ও নগদ : 01776430254 (জান্নাতের স্বামী)
রকেট : 017764302548
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
1. JANNAT AKTHER NISHI
Islami Bank Bangladesh Limited
Account Number : 20507290200127016
Senpara Sub-Branch, Mirpur-10, Dhaka-1216
SWIFT CODE: IBBLBDDH
Routing Number : 125262981
2. ARMAN HASAN
IFIC Bank PLC
Account Number : 0200015716811
Branch: Kawran Bazar, Dhaka-1215
Routing Number : 120262531
SWIFT Code : IFICBDDH017