গৃহহীন মুক্ত হবে আরও ৭০ উপজেলা
সারা দেশে আরও ১৮ হাজার ৫৬৬টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের আরও ৭০টি উপজেলা সম্পূর্ণ গৃহহীন মুক্ত হবে। আগামীকাল মঙ্গলবার (১১ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং দুই শতাংশ করে জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
স্বামী শহীদ আলীর মৃত্যুর পর নিজের প্রাপ্য ভিটেমাটি হারিয়েছেন সত্তরোর্ধ্ব সখিনা বেগম। আর মজিদা বেগমের স্বামী থাকতেও নেই। নদী ভাঙনের ফলে বানের জলে ভেসে গেছে ঘর বাড়ি। সব হারিয়ে নিঃস্ব সখিনা-মজিদার ঠাঁই এখন আশ্রয়ণ প্রকল্পের দুই শতক জমি সঙ্গে সেমি পাকা ঘরে।
তারা জানান, আগে চরে থাকতেন। নদী ভাঙনে হারিয়ে গেছে সব। এখন সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে এসেছেন এখানে। সব হারিয়ে নিঃস্ব এসব মানুষরা এখন কিছুটা হলেও নিরাপদে জীবনযাপন করতে পারবেন।
সরকারের দেওয়া ঘর আর দুই শতাংশ জায়গায় আমিনুল-বুলবুলি দম্পতির ঘরের আঙিনায় ঝুলছে থোকা থোকা আঙুর। এতটুকু জমিতেই চাষ করেছেন আপেল, পেয়ারা ছাড়াও নানা সবজি আর ফলের গাছ।
তারা জানান, প্রধানমন্ত্রীর দেওয়া জায়গা পেয়ে তারা বসবাসের পাশাপাশি লাগিয়েছেন বিভিন্ন সবজির গাছ। এতে স্বচ্ছলতাও ফিরছে পরিবারে।
লালমনিরহাটের এমন এক হাজার ৬২৩টি পরিবার আশ্রয়ণ প্রকল্প-২ এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে সরকার প্রধানের পক্ষ থেকে পাচ্ছেন দুই শতক জমিসহ সেমিপাকা ঘর। আগামীকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশের আশ্রয়ণ প্রকল্পের ১৮ হাজার ৫৬৬টি গৃহ-ভূমিহীন পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করবেন।
জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, অনেকের ঠিকানা ছিল রাস্তায়, ভাসমান অবস্থায় ছিল, নদী ভাঙনের শিকার ছিল। তারা এই আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসে যেমন স্থায়ী ঠিকানা পেয়েছে, তেমনি তাদের জীবনমানেও স্বচ্ছলতা ফিরেছে।
আশ্রয়ণ প্রকল্পের এ পর্যায়ে ভূমিহীন-গৃহহীনমুক্ত হতে যাচ্ছে ৭০টি উপজেলা। সবমিলিয়ে ৪৬৪টি উপজেলাসহ ৫৮টি জেলা হতে যাচ্ছে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত।