জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনার জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুরহাট উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১০ জুন) দুপুরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক এই হাট উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘কেসিসি এলাকায় যেখানে-সেখানে অনুমোদনবিহীন কোরবানির পশুরহাট পরিচালনা করা যাবে না। এবারের হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম, মেডিকেল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। হাট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে হাসিল আদায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারের নির্ধারিত ট্যাক্সের অধিক টাকা এই হাট থেকে আদায় করা যাবে না।’
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগমও অনুষ্ঠানে বক্তব্য দেন।
কেসিসির প্যানেল মেয়র ও হাট পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম রফিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, কেসিসির বাজার স্থায়ী কমিটির সভাপতি শেখ হাসান ইফতেখার চালু, প্যানেল মেয়র এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।