সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু
সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হচ্ছে আজ শুক্রবার (১৪ জুন) থেকে। গতকাল বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। টানা পাঁচ দিন পর আগামী ১৮ জুন তাদের ছুটি শেষ হবে। আগামী ১৭ জুন (১০ জিলহজ্জ) দেশে পবিত্র ঈদ আজহা উদযাপিত হবে।
সরকারি বর্ষপঞ্জী অনুযায়ী, ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগে পরে দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই তিন দিনের ছুটির আগে সাপ্তাহিক দুদিন মিলে মোট পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।
ঈদের ছুটিকে কেন্দ্র করে সকাল থেকে বাস, ট্রেন এবং লঞ্চে করে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কোরবানির পশুর হাট জমে উঠেছে। বাড়ি ফেরা, পশুর হাট এবং শেষ কর্ম দিবসকে ঘিরে সড়কে সকাল থেকে যানজট দেখা গেছে।